শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নরকে যাবেন কার্ল মার্ক্স, টিটো

52edef471f525-Hellমন্টিনিগ্রোর রাজধানী পোদগোচ্চিয়া একটি গির্জার দেয়ালচিত্র সম্প্রতি বিতর্কের সৃষ্টি করেছে।



দেয়ালচিত্রটিতে দেখানো হয়েছে, সাম্যবাদী মতাদর্শের জনক কার্ল মার্ক্স, ফ্রেডরিক এঙ্গেলস, রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন ও যুগোশ্লাভিয়ার সাবেক প্রথম প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটোর মতো বামপন্থী নেতারা নরকের তপ্ত সাগরে নিক্ষেপিত হয়েছেন। গতকাল শনিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।



দেয়ালচিত্রটিতে আরও দেখা যায়, টিটো, লেনিন, হিটলার ও জুডাস পাশাপাশি রয়েছেন। জুডাস হলেন সেই ব্যক্তি, যিনি যিশুখ্রিষ্টের সঙ্গে প্রতারণা করেছিলেন।

দেয়ালচিত্রটির সমালোচনা করে কেউ কেউ বলছেন, রাজনীতির বিষয়ে নাক গলানো গির্জার একদমই উচিত নয়।

দেয়ালচিত্রটির বিষয়ে ওই গির্জার এক ধর্মগুরু দ্রাগান বলেন, মার্ক্স, এঙ্গেলস বলকান অঞ্চলের কমিউনিস্ট ‘অশুভ’ শক্তির প্রতীক। তাঁর মতে, একজন শিল্পী তাঁর কল্পনায় যা দেখতে পান, তা প্রকাশ করতে দেওয়ার স্বাধীনতা তাঁকে দেওয়াই উচিত। তবে গির্জার নাম করে কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে, তা বিচার করা কারও উচিত নয় বলে স্বীকার করেন তিনি।

দেয়ালচিত্রটি নিয়ে গির্জার দর্শনার্থীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

দর্শনার্থী আইনজীবী রেদ স্তানকোভিচের মতে, ধর্মনিরপেক্ষ দুনিয়ায় গির্জার হস্তক্ষেপ কাম্য নয়। কার স্বর্গে যাওয়া উচিত আর কার নরকে—তা গির্জার ঠিক করে দেওয়া উচিত নয়।

তবে মিলোস নামের আরেক দর্শনার্থীর মতে, মার্ক্স-এঙ্গেলসের মতাদর্শ বাস্তবায়ন করতে গিয়ে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে।

দেয়ালচিত্রটি কে এঁকেছে তা জানা যায়নি।

মন্টিনিগ্রো সাবেক যুগোশ্লাভিয়ার অংশ ছিল। সেখানে কমিউনিস্ট শাসন চলাকালে ব্যাপক দমন-পীড়নের ঘটনা ঘটে। সে সময় মার্ক্স-এঙ্গেলসের লেখা বই পড়া বাধ্যতামূলক ছিল।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা