রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নরকে যাবেন কার্ল মার্ক্স, টিটো

52edef471f525-Hellমন্টিনিগ্রোর রাজধানী পোদগোচ্চিয়া একটি গির্জার দেয়ালচিত্র সম্প্রতি বিতর্কের সৃষ্টি করেছে।



দেয়ালচিত্রটিতে দেখানো হয়েছে, সাম্যবাদী মতাদর্শের জনক কার্ল মার্ক্স, ফ্রেডরিক এঙ্গেলস, রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন ও যুগোশ্লাভিয়ার সাবেক প্রথম প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটোর মতো বামপন্থী নেতারা নরকের তপ্ত সাগরে নিক্ষেপিত হয়েছেন। গতকাল শনিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।



দেয়ালচিত্রটিতে আরও দেখা যায়, টিটো, লেনিন, হিটলার ও জুডাস পাশাপাশি রয়েছেন। জুডাস হলেন সেই ব্যক্তি, যিনি যিশুখ্রিষ্টের সঙ্গে প্রতারণা করেছিলেন।

দেয়ালচিত্রটির সমালোচনা করে কেউ কেউ বলছেন, রাজনীতির বিষয়ে নাক গলানো গির্জার একদমই উচিত নয়।

দেয়ালচিত্রটির বিষয়ে ওই গির্জার এক ধর্মগুরু দ্রাগান বলেন, মার্ক্স, এঙ্গেলস বলকান অঞ্চলের কমিউনিস্ট ‘অশুভ’ শক্তির প্রতীক। তাঁর মতে, একজন শিল্পী তাঁর কল্পনায় যা দেখতে পান, তা প্রকাশ করতে দেওয়ার স্বাধীনতা তাঁকে দেওয়াই উচিত। তবে গির্জার নাম করে কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে, তা বিচার করা কারও উচিত নয় বলে স্বীকার করেন তিনি।

দেয়ালচিত্রটি নিয়ে গির্জার দর্শনার্থীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

দর্শনার্থী আইনজীবী রেদ স্তানকোভিচের মতে, ধর্মনিরপেক্ষ দুনিয়ায় গির্জার হস্তক্ষেপ কাম্য নয়। কার স্বর্গে যাওয়া উচিত আর কার নরকে—তা গির্জার ঠিক করে দেওয়া উচিত নয়।

তবে মিলোস নামের আরেক দর্শনার্থীর মতে, মার্ক্স-এঙ্গেলসের মতাদর্শ বাস্তবায়ন করতে গিয়ে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে।

দেয়ালচিত্রটি কে এঁকেছে তা জানা যায়নি।

মন্টিনিগ্রো সাবেক যুগোশ্লাভিয়ার অংশ ছিল। সেখানে কমিউনিস্ট শাসন চলাকালে ব্যাপক দমন-পীড়নের ঘটনা ঘটে। সে সময় মার্ক্স-এঙ্গেলসের লেখা বই পড়া বাধ্যতামূলক ছিল।

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

জনগণের সেবক হওয়ার লক্ষ্যে পুলিশ এগিয়ে যাচ্ছে : আইজিপি

১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

চলতি মাসেই শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমার আভাস

আমির হোসেন আমুকে ইসিতে তলব

পাগলা মসজিদ: গণনার সাড়ে ৩ ঘণ্টায় দানবাক্সের টাকা ছাড়িয়েছে সোয়া ৩ কোটি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না : কাদের

বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

একটা আফসোস রয়ে গেছে, বললেন প্রধানমন্ত্রী

দুর্নীতি দমনে দুদককে আন্তরিক ও কৌশলী হতে হবে : রাষ্ট্রপতি

পেঁয়াজের ডাবল সেঞ্চুরি, দাম বাড়ল রসুন-চিনি ও ডালের

তীরে এসে তরি ডোবাল বাংলাদেশ