আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অর্জন আমাদেরকে বিশ্বের বুকে নতুনভাবে পরিচিত করেছে–জেলা প্রশাসক মোশারফ হোসেন
জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশারফ হোসেন বলেছেন,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের চেতনার অন্যতম প্রধান অংশ।এ অর্জন আমাদেরকে বিশ্বের বুকে নতুন ভাবে পরিচিত করেছে।তিনি আরো বলেন,ভাষা দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সরকারী উদ্যোগে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করা হবে।আমাদের জাতি-সত্বার বিকাশে ভাষার চেতনা বারবারই আমাদের প্রানিত করেছে।তিনি গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাদ ছাল্লালের পরিচলনায় এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম,পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার,সরকারি কলেজ অধ্যক্ষ অমৃত লাল সাহা,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবুল,পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলহাজ্ব আবুল ফয়েজ,জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারন সম্পাদক হাজি শাহ আলম,তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো.মনির হোসেন।এসময় আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বওে সপ্তাহব্যাপী বই মেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিট থেকে সারাদিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।