শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গণসংযোগকালে হাজী জমসেদ আমি সারা জীবন মানুষের খেদমত করার সুযোগ চাই

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যপান পদে প্রার্থীতা করতে মাঠে নেমে জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শ্রমিক নেতা হাজী মোঃ জসিম উদ্দিন জমসেদ। ইতিমধ্যেই তিনি উপজেলার বিভিন্ন গ্রামে, হাটে, বাজারে গণসংযোগ শুরু করেছেন। গতকাল তিনি বিশ্বরোড, খাটিহাতা, নন্দনপুর, ঘাটুরা, বিরাসার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং এলাকার লোকজনের সাথে কৌশল বিনিময় করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মোঃ হোসেন মিয়া, আজিম মিয়া, মোঃ সেলিম, ইব্রাহীম মিয়া, হোসেন মিয়া, সহিদুল্লাহ্ কায়দার সেনু, সানু মিয়া, সেলিম, হেলাল, মিজান, আহাদ, মাহবুব, মাওঃ তৌহিদ, শাসছু মিয়া, কাল, কাশেম মেম্বার, রিফাত, রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।  গণসংযোগকালে হাজী জমসেদ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, কথিত নেতা বা সাহেব হবার জন্য আমি রাজনীতি করি না। আমি আপনাদের সেবক হতে চাই। সারা জীবন মানুষের খেদমত করার সুযোগ চাই। সত্যিকার অর্থেই যে সেবক আল্লাহ্ ও তার রাসুল (সাঃ) এর পছন্দ। আমি সেই রকম সেবক হতে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।

 

এ জাতীয় আরও খবর