বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়ায় অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য আটক

grafter-3ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অটোরিকশা চোরচক্রের চার সদস্যকে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কুড়িপাইকা গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- জনি সিকদার (২৮), মোহাম্মদ আলী (৪৫), কামরুল ইসলাম লিটন (২৫) ও সুজন মিয়া (২৭)। এরা সবাই উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে আখাউড়ার কুড়িপাইকা গ্রামের একটি সংঘবদ্ধ চোরচক্র হবিগঞ্জ জেলার রবীন্দ্রনাথের একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি করে আখাউড়ায় নিয়ে আসে। পরে অটোরিকশাটি মোহম্মদ আলীর বাড়িতে এনে লুকিয়ে রাখে।

বুধবার রাতে আখাউড়া পৌরশহরের বাইপাস এলাকায় অটোরিকশাটি আরেক চোরাই পার্টির কাছে বিক্রির আলোচনা হয়। এসময় স্থানীয় অটোরিকশা চালকরা বিষয়টি টের পায়। পরে স্থানীয়রা চোর চক্রের চার সদস্যকে আটক করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অং সাং থোয়াই আটকের বিয়ষটি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর