শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার সোহরাওয়ার্দীতে ১৯ দলের সমাবেশ

 

 

১৯ দলের কালো পতাকা মিছিলে পুলিশের গুলি ও হামলার প্রতিবাদে আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ প্রত্যেক মহানগর, জেলা-উপজেলায় প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১৯ দলীয় ঐক্যজোট।

আজ সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ১৯ দলের পক্ষে এ ঘোষণা দেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেন, “এ সরকার স্বৈরতান্ত্রিক সরকারে ভূমিকা নিয়েছে। ২০০৮ সালে নির্বাচিত হয়ে জনগণের ওপর নির্যাতন চালিয়েছে। এবারেও নির্বাচনের নামে নির্বাচিত হয়ে তার ব্যাতিক্রম হয় নাই।”

এ জাতীয় আরও খবর