ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত তিন
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার উড়শিউড়া এলাকায় আজ বুধবার সকাল ৯টার দিকে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
ট্রাফিক পুলিশের পরিদর্শক বায়েজিদ আহমেদ জানান, কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছিল ট্রাকটি। অন্যদিকে, কাভার্ডভ্যানটি বিশ্বরোড থেকে কুটির দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় পৌঁছার পর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি সড়কের পাশে পড়ে তিনজন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।