গরুর কাফেলা রওনা
ব্রাহ্মণবাড়িয়া জাকের পার্টি জেলা ক্যাম্প কাজিপাড়া থেকে বিশ্ব জাকের মঞ্জিলের উদ্দেশ্যে এক বিশাল গরু-ছাগলের কাফেলা নিয়ে রাখালরা রওনা হয়েছে।
ক বিশ্ব জাকের মঞ্জিলে ২৫.২৬.২৭ ও ২৮ জানুয়ারী রোজ শনিবার, রবি, সোম ও মঙ্গলবার মহাসমারহে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উযাপিত হবে। আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই- বোনদেরকে দলমত নির্বিশেষে উক্ত উরস শরীফে যোগদান করে রুহানী ফায়েজ হাসিল করার জন্য আহবান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন ভূইয়া।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে গরু-ছাগলের কাফেলা নিয়ে শরীক হয়েছেন।