১৫০ বোতল ফেন্সিডিল ও ০২ রাউন্ড শর্ট গানের কার্তুজসহ ০১টি পাইপগান উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এস,আই/মোঃ রফিকুল ইসলাম, এস,আই/মোঃ আতিকুর রহমান, এস,আই/মোস্তাক আহম্মেদ, এ,এস,আই/মোঃ বজলুর রহমান, এ,এস,আই/মোঃ আলাউদ্দিন, এ,এস,আই/কানাইলাল চক্রবর্তী ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গত-২২/০১/১৪ ইং তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন গজারিয়া এলাকা হইতে পরিত্যক্ত ১৫০ বোতল ফেন্সিডিল এবং ঘাটুরা এলাকায় ডাকাতরা ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পাইয়া পালাইয়া যাওয়ার প্রাক্কালে রাত ১০.৪৫ ঘটিকার সময় ০২ রাউন্ড শর্ট গানের কার্তুজসহ ০১ টি দেশীয় তৈরী পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হইয়াছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত আছে।