সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একুশে গ্রন্থমেলা এবার সোহরাওয়ার্দী উদ্যানে

Book Fairস্থান সমপ্রসারিত হয়ে এবার অমর একুশে গ্রন্থমেলার বিস্তৃতি হচ্ছে সোহরওয়ার্দী উদ্যান পর্যন্ত। বাংলা একাডেমির ভেতরে জায়গা কমে যাওয়ায় এবং অংশগ্রহণকারী প্রকাশনীর সংখ্যা বাড়ার কারণে এ উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল বাংলা একাডেমিতে মেলার আয়োজন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, পাঠক ও প্রকাশকের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর চেয়েছিলেন মেলা যেন সমপ্রসারিত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যায়। তার প্রতি শ্রদ্ধা রেখে, পাশাপাশি চাহিদা ও পাঠকের প্রত্যাশার কথা বিবেচনা করে একাডেমি প্রাঙ্গণ ছাড়াও এটিকে পার্শ্ববর্তী উদ্যানে সমপ্রসারিত করা হবে। আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি বলেন, প্রকাশক ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করেই প্রস্তাবনা আসে এর পরিধি বাড়ানোর। মূল একাডেমি প্রাঙ্গণে সব মিলিয়ে ১২০টি স্টল দেয়া হবে। আর সেগুলো হবে সরকারি  বিভিন্ন প্রতিষ্ঠানের। এর মধ্যে থাকবে বাংলা একাডেমি, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ইসলামী ফাউন্ডেশন, চলচিত্র অধিদপ্তর, শিক্ষ মন্ত্রণালয়, জাতীয় গ্রন্থকেন্দ্র, নজরুল একাডেমি সহ বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তবে স্টল নির্মাণে একাডেমির ভবন রাখা হবে নিরাপদ দূরত্বে। যাতে কোন কারণে অনকাঙিক্ষত দুর্ঘটনা ঘটলে ঐতিহ্যবাহী ভবনগুলো ক্ষতিগ্রস্ত না হয়। গত বছরের অগ্নিকাণ্ডকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে একাডেমি। সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে প্রকাশনা সংস্থার স্টল। বৈঠকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, কবি সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, ওয়াসা, বাংলাদেশ টেলিভিশন, বেতারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল সরজমিন দেখা যায়, একাডেমির ভেতরে মেলার প্রস্তুতি শুরু হয়েছে। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে স্টল। মূল মঞ্চ তৈরির কাজও শুরু করা হয়েছে।
মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, গত বছর ৩শ’রও বেশি স্টল ছিল। আরও চেয়েছেন আমরা দিতে পারিনি। এবার একাডেমির ভেতরে সীমিত আকারে দেয়া হবে। তাই আরও বেশি সংখ্যক প্রকাশককে সুযোগ দিতে বাধ্য হয়ে বাইরে যেতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ায় ১১ মাসে ৭ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার

সাভারে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয়: পররাষ্ট্র উপদেষ্টা

সহকারী হাইকমিশনে হামলা, পতাকায় আগুন

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি: মির্জা ফখরুল

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের

বাংলাদেশে শান্তিবাহিনী পাঠানোর প্রস্তাব মমতার

নির্বাচনের আগে সংস্কার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার : ড. ইউনূস

ইসবগুলের এই উপকারিতা জানতেন?

ভক্তদের আর্মি সম্বোধন করায় আইনি বিপাকে আল্লু অর্জুন