প্রধানমন্ত্রী সহ ব্রাহ্মণবাড়িয়ার মন্ত্রীদের জেলা শ্রমিক লীগের অভিনন্দন
ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দ এক বিবৃতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব গঠিত মন্ত্রীসভায় জেলার কসবা-আখাউড়া এলাকা থেকে নির্বাচিত এমপি,দেশের খ্যাতিমান আইনজীবী,বঙ্গবন্ধু হত্যামামলার প্রধান কৌসুলী এড:আনিসুল হক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী,ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান এড:কামরুল ইসলামকে খাদ্যমন্ত্রী এবং নাসিরনগর থেকে নির্বাচিত বর্ষিয়ান জননেতা এড:সয়েদুল হক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় জেলার সকল পেশাজীবী-শ্রমজীবী মানুষের পক্ষ মাননীয় প্রধান মন্ত্রী সহ মন্ত্রীবর্গকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন,কোন সরকারে ব্রাহ্মণবাড়িয়া থেকে একই সঙ্গে তিনজন পূর্ণমন্ত্রী হওয়া নি:সন্দেহে একটি এৗতিহাসিক ঘটনা।নেতৃবৃন্দ আশাপ্রকাশ করেন যে,মন্ত্রীবর্গ নিজেদের প্রজ্ঞা,মেধা,সততা ও আন্তরিকতাবলে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে কাজ করবেন এবং ব্রাহ্মণবাড়িয়ার মুখ উজ্জ্বল করবেন।বিবৃতিদাতারা হচ্ছেন,জেলা শ্রমিক লীগের সভাপতি এডঃকাউসার আহম্মেদ,সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আলাল,সাধারন সম্পা;দক এম এ মালেক,যুগ্ম সম্পাদক হাজী জসিম উদ্দিন খাঁন,সাংগঠনিক সম্পাদক জিল্লু মিয়া,যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশরাফ খাঁন আশা প্রমূক।