আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নতুন ব্রাহ্মণবাড়িয়া গড়তে সকলের সহযোগিতা চাই- জেলা প্রশাসক
রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নতুন ব্রাহ্মণবাড়িয়া গড়তে সকলের সহযোগিতা চাই। ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমরা ১০ম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আমি প্রশাসন সহ ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। জেলার বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুশৃঙ্খল শান্তিপ্রিয় ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলি। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম বলেন, দেশের ১৬টি ঝুকিপূর্ণ জেলার একটি জেলা হল ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু আমরা ১০ম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি। এটি সম্ভব হয়েছে প্রশাসনের সকলের অক্লান্ত পরিশ্রম ও ব্রাহ্মণবাড়িয়ার শান্তিপ্রিয় জনগণের সার্বিক সহযোগিতায়। আমি সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বশির উল্লাহ্ জুরু, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল হক মাষ্টার, আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান, সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী মিনারা আলমসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রধানগণ।