সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কসবা মেহারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নে মঙ্গলবার বিকালে মেহারী বাজারে ভয়াবহ  অগ্রিকান্ডে ব্যাপক দোকানপাট ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। অগ্নিকান্ডে ৪টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায় উপজেলার মেহারী ইউপির মেহারী বাজারের বাবু মিয়ার মুদি দোকান,দিপালি বাবুর  একটি হোটেল, একটি সারের দোকান, একটি গোডাউনসহ মোট ৪টি দোকান ঘর বিদুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এলাকার জনগণ আগুন নিবানোর শেষে ফায়ার সার্ভিস বাহিনী এসেছে বলে বাজার দোকানদাররা অভিযোগ করেন। বিদ্যুৎএর শর্টসাকির্ট থেকে আগুন লেগে বাজারের ৪টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমান ৪০ লাখ টাকা  বলে ধারণা করেছেন বাজারীরা।

এ জাতীয় আরও খবর