আখাউড়ায় ছাত্রলীগের মিষ্টি বিতরণ
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বাজারে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র মো. নূরুল হক ভূঁইয়া, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল মতিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া প্রমুখ।
এর আগে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর শহরের সড়ক বাজার মোটরস্ট্যান্ডে একটি আনন্দ মিছিল করে।