ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী আটক
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র শিবিরের সভাপতিসহ বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফ উদ্দিন (৩০) নবীনগর উপজেলা সদরের বাসিন্দা বলে জানা গেছে। বাকীদের নামপরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা এড়াতে শহরের ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।