হিজবুত তওহীদ ও দেশের পত্র পত্রিকা এবং প্রকাশকের সাথে আহমদীয়া মুসলিম জামাতের সাথে কোন সম্পর্ক নাই
গত ১৬ নভেম্বর রোজ শনিবার এবং গতকাল ২০ নভেম্বর রোজ বুধবার হিজবুত তওহীদ কর্তৃক প্রকাশিত দৈনিক দেশের পত্র পত্রিকার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোড়ে যে ঘটনার উদ্ভব হওয়ার কারণে সাধারণ মানুষের মনে আহমদীয়া মুসলিম জামাত সম্পর্কে যে ভুল ধারণা সুষ্টি হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদীত অপপ্রচার। এ ধরণের কোন সংগঠন বা পত্রিকার সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই, অতিতেও ছিলো না বর্তমানে নাই।
একটি শ্রেণী দেশে উশৃঙ্খলতা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার লক্ষ্যে আহমদীয়া মুসলিম জামাতের নামে এই অপপ্রচার চালাচ্ছে। আহমদীয়া মুসলিম জামাত শান্তি ও সম্প্রীতির উপর বিশ্বাস রাখে এবং কোন ধরণের উশৃঙ্খলতা, ফেৎনা-ফাসাদ পছন্দ করে না। উল্লেখ থাকে যে, দৈনিক দেশের পত্র পত্রিক কোথা থেকে প্রকাশিত হচ্ছে ও বার্তা, বাণিজ্যিক কার্যালয়ের ঠিকানা উক্ত পত্রিকার নিচে উল্লেখ করা আছে। শহরের বিবেকবান মানুষ ও প্রশাসনের কর্তৃপক্ষের কাছে আমাদের আকূল আবেদন উক্ত ঠিকানা যাচাই করে এবং যারা দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি করছি। (প্রেস বিজ্ঞপ্তি)