সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপি ছাড়াই নির্বাচনকালীন মন্ত্রিসভার শপথ

Sopadশপথ নিলেন ‘নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্যরা। সোমবার বিকেল তিনটায় বঙ্গভবনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ কারান। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ,আনিসুল ইসলাম মাহমুদ,রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার । এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম ।

তবে এই মন্ত্রিপরিষদে যোগ দেয়নি প্রধান বিরোধী দল বিএনপি।

রোববার রাতে বঙ্গভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা শপথের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তারা রাত পৌনে আটটা পর্যন্ত বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আজ শপথ হওয়ার কথা জানান।

 

এ জাতীয় আরও খবর