শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হরতালের সমর্থনে আখাউড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

1078bnp patakaবিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের ১ম দিন সোমবার সকাল থেকেই আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে এিনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে  সড়ক বাজারস্থ মায়াবী সিনেমা হল চত্বরে সমবেত হয়। পরে সমবেত নেতাকর্মীরা দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টা সমাবেশ করে। এসময় শহরের দোকানপাট বন্ধ থাকে এবং সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। 
উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সভাপতি বাহার মিয়া কাউন্সিলর, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির সহ সভাপতি ইউসুফ সারোয়ার, সহ সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: খুরশেদ আলম ভূইয়া, জয়নাল আবেদীন আব্দু, দেলোয়ার হোসেন খাদেম, হাজী মন্তাজ মিয়া, কাজী শরীফ খাদেম, আব্দুল হক ভূইয়া, হাজী জালাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম শামীম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিকুল আলম তুরান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভিন স্মৃতি,  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ ভূইয়া, পৌর যুবদলের সহ সভাপতি শওকত ওসমান মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, সহ সভাপতি আব্দুল হাকিম ভূইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের আহসান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাছির, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহমুল হাসান, কৃষক দলের সাধারণ সম্পাদক ইয়ার হোসেন শামীম। 
বক্তব্য রাখেন শেখ হুমায়ুন কবির জীবন, নজরুল ইসলাম (২), বোরহান উদ্দিন, মো: আলাউদ্দিন, মো: মানিক মিয়া, মো: ইউসুফ চৌধুরী, মো: শাহজাহান চৌধুরী, শেখ জুনায়েদ হোসেন, আল মনসুর, আস্ সাদিক ভূইয়া গালিব, মায়েদুল ইসলাম শাওন, কবির হোসেন, মিঠু ভূইয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে নির্দলীয় সরকারের দাবী মেনে নেওয়ার আহবান জানান। 

এ জাতীয় আরও খবর