শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হরতালে আবারো পেছালো জেএসসির তিনটি পরীক্ষা

বিরোধী দলের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের কারণে আবারো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এর তিনটি পরীক্ষা পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী ১০ নভেম্বরের পরীক্ষা ১৪ নভেম্বর, ১১ নভেম্বরের পরীক্ষা ১৬ নভেম্বর এবং ১২ নভেম্বরের পরীক্ষা ২১ নভেম্বর বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।



শনিবার সংবাদ সম্মেলনে পরীক্ষার সময় পুনর্নির্ধারণের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



হরতালের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা বাধ্য হচ্ছি অন্যায়ভাবে, চরম চাপের মুখে পরীক্ষা পিছিয়ে দিতে।”



তিনি বলেন, “সংকীর্ণ দলীয় স্বার্থে হরতাল দেয়া হচ্ছে। এই পথ ছেড়ে আন্দোলনের অনেক পথ আছে, তা গ্রহণ করুন।”



এর আগে ৪ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু কথা থাকলেও বিরোধী দলের ডাকা হরতালের কারণে তা পেছানো হয়

এ জাতীয় আরও খবর