শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুড়ান্ত অপুষ্টির ঝুঁকিতে ১০ কোটিরও অধিক শিশু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উত্তরপূর্ব নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সেন্ট্রাল সাহেল এবং ইয়েমেনে ১০ কোটি ৪০ লাখ শিশু চুড়ান্ত অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক বিশেষায়িত সংস্থা ইউনিসেফ।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরেই ঘোরতর মানবিক বিপর্যয় ও তীব্র খাদ্যাভাবে ভুগছে এই দেশ ও অঞ্চলগুলো; সেন্ট্রাল সাহেল অঞ্চলে চলছে দুর্ভিক্ষ। বিশ্বব্যাপী করোনা মহামারি চলমান সংকটে নতুন মাত্রা যোগ করেছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এ প্রসঙ্গে বলেন, ‘সংঘাত, বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তন জনিত সংকটে ঘুরপাক খাওয়া এই দেশগুলোতে দীর্ঘদিন ধরেই খাদ্যাভাব চলছে। এর মধ্যে অতিরিক্ত বিপর্যয় হিসেবে যুক্ত হয়েছে করোনা মাহামারি।’

তিনি আরো বলেন, শিশু এবং নিজেদের খাদ্য জোগাড় করতে যে পরিবারগুলোকে নিদারুন সংগ্রাম করতে হয়, মহামারির কারণে ২০২০ সালে তারা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। আমারা তাদের ভুলে যেতে পারি না।

আফ্রিকা এবং ইয়েমেনে শিশুদের চুড়ান্ত পুষ্টিহীনতার কারণ হিসেবে এই দুই অঞ্চলে চলমান সশস্ত্র সংঘাত, নিরাপত্তাহীনতা এবং নূনতম পুষ্টিকর খাদ্য, পানি, পয়োনিষ্কাষন, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছনতার অভাবকে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এছাড়া ২০২০ সালে কিছু অঞ্চলে বন্যার কারণে সৃষ্ট খাদ্য সংকট সেখানকার শিশুদের চুড়ান্ত পুষ্টিহীনতার দিকে ঠেলে দিয়েছে বলেও জানিয়েছে ইউনিসেফ।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ সুদানের ৭৩ লক্ষ মানুষ, অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ৬০ শতাংশ ২০২১ সালের চুড়ান্ত খাদ্য সংকটে পড়তে যাচ্ছেন; এদের মধ্যে শিশুদের সংখ্যা ১৪ লক্ষ।

এছাড়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ২০২১ সালে পাঁচ বছরের কম বয়সী চুড়ান্ত অপুষ্টিতে ভোগা শিশুদের তালিকায় নতুন করে যুক্ত হতে চলেছে আরো ৩৩ লাখ শিশু। -সূত্র: আনাদলু এজেন্সি

 

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার