সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ৩০টি বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

image_62408.imagesডেস্ক রিপোর্ট :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী কর্মসূচি হাতে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। আগামী শুক্রবার বিএসএমএমইউ’র বহির্বিভাগে ৩০টি বিভাগের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত এ কথা জানান। ভিসি জানান, শুক্রবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখবেন। এর পরও যদি রোগী থাকে, তাঁদেরও ফেরানো হবে না। প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মোঃ রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ জুলফিকার রহমান খান, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক এবিএম আব্দুল্লাহ, সার্জারি অনুষদের অধ্যাপক কনক কান্তি বড়–য়া, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক এম ইকবাল আর্সলান, প্রিভেনটিভ এ্যান্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক মোঃ শারফুদ্দিন আহমেদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিন, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক মোঃ সায়েদুর রহমান, উপ-পরিচালক ডা. মোখলেস-উজ-জামান হিরো প্রমুখ উপস্থিত ছিলেন।   

বিশেষজ্ঞ চিৎিসকেরা জানান, তাঁরা কর্মের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। একই কর্মসূচি পরবর্তী বছরগুলোতেও অব্যাহত থাকবে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁদের এই উদাহরণ অন্যান্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান অনুসরণ করবে। বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক এম ইকবাল আর্সলান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সর্বোত্তম চিকিৎসাসেবা দেয়ার চেষ্টা করছে। উত্তরোত্তর চিকিৎসাসেবার মান ভালো হচ্ছে। 

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি