রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে ভোটগ্রহণ সম্পন্ন : ফলাফল সোমবার

news-image

শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। গত ২৫ বছরের মধ্যে মিয়ানমারে এটি প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন। স্থানীয় সময় ভোর ৬টায় এই ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোট। আগামীকাল সোমবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। রোববার সকালে শুরু হয় মিয়ানমারের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৮টায় রাজধানী ইয়াঙ্গুনের একটি কেন্দ্রে ভোট দেন বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। এবারের নির্বাচনে গণতন্ত্রপন্থী সু চি'র নেতৃত্বাধীন এনএলডি বড় ব্যবধানে জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।  এবারের নির্বাচনে ৬শ' ৬৪টি আসনে ৯০টির বেশি দলের ৬ হাজারের বেশি প্রার্থী লড়ছেন। তবে সংবিধান অনুযায়ী ২৫ শতাংশ সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। তবে সরকার গঠন করতে হলে এনএলডিকে ৬৭ শতাংশ আসনে জয়ী হতে হবে। ভোটগ্রহণ শুরুর পর সকালে ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থান শোয়েও। এর আগে নির্বাচনের ফল যাই হোক তা মেনে নেয়ার ঘোষণা দেন তিনি। ভোট দিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হায়েং-ও। এদিকে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভোটকেন্দ্রগুলোতে ছিলো লম্বা লাইন। অনেকেই জীবনে এই প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। কিন্তু এ নির্বাচন কতটা অবাধ হচ্ছে তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়ে গেছে কারণ মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা মুসলিমসহ লক্ষ লক্ষ লোক ভোট দিতে পারছেন না। নির্বাচনী পর্যবেক্ষক এবং মানবাধিকার সংগঠনগুলো ভোটের আগেই বেশ কিছু অনিয়ম এবং ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে। মনে করা হচ্ছে, অং সান সুচির দলই এ নির্বাচনে জিতবে কিন্তু দেশটির সংবিধানের একটি ধারা অনুযায়ী মিজ সু চি নিজে প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণ তার দুই সন্তান ব্রিটিশ নাগরিক। এই আইন পরিবর্তন করার পথেও প্রধান বাধা আসবে সামরিক বাহিনীর দিক থেকেই। প্রসঙ্গত, মিয়ানমারে ১৯৯০ সালের নির্বাচনে এনএলডি জয় পেলেও তা প্রত্যাখ্যান করে দেশটির সামরিক বাহিনী। এরপর অং সান সু চি গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরু করলে তাকে গৃহবন্দি করা হয়। দুই দশক বন্দি দশা কাটানোর পর ২০১০ সালে মুক্তি পান সু চি। এর দু'বছরের মাথায় কাউমো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন অং সান সু চি। সূত্র: সময় টিভি ও বিবিসি