রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানদের উড়িয়ে দিল টাইগাররা

720140316171519-150x150ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ে দিয়ে শুরু করেছে বাংলাদেশ। রোববার উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।

এ জয়ের ফলে চূড়ান্ত পর্বে খেলার পথে এক ধাপ এগিয়ে থাকল মুশফিকরা। আফগানিস্তানের দেয়া ৭৩ রানের টার্গেট ১২ ওভারেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে তামিম এবং আনামুল মিলে ৪৫ রান সংগ্রহ করেন। এরপর সামিউল্লাহ সেনওয়ারির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তামিম ইকবাল (২১)।

এরপর সাকিব ও আনামুল মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত আনামুল ৪৪ রানে এবং সাকিব ১০ রানে অপরাজিত থাকেন।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। মাশরাফি বিন মর্তুজার বলে ফিরে যান মোহাম্মদ শাহজাদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। বাংলাদেশের বোলারদের বোলিং তোপে ১৭ ওভার ১ বলে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি ও আব্দুর রাজ্জাক ২টি উইকেট নেন। এ ছাড়া ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ ও মাশরাফি ১টি করে উইকেট নেন।

উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই মিরপুরের আশ-পাশের এলাকাতে ক্রিকেটপ্রেমীদের ভিড় বাড়তে শুরু করে। অনেকের মাঠে প্রবেশের সুযোগ না থাকলেও স্টেডিয়ামের বাহিরে আনন্দ ভাগাভাগি করতে ভিড় করেন।

দুই দল দুপুর ২টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে দুই দলের টিম বাস  হোটেল থেকে শেরে বাংলা স্টেডিয়ামে পৌছে।

তিনটি ভেন্যুতে এবারের বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের ‘শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম’, চট্টগ্রামের ‘জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম’ এবং সিলেটের নবনির্মিত সিলেট স্টেডিয়াম। ছেলেদের ১৬টি দলের পাশাপাশি মেয়েদের ১০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বাংলাদেশ ও আফগানিস্তান প্রিলিমিনারি রাউন্ডে গ্রুপ ‘এ’ তে খেলছে। এই গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের অপর দুই প্রতিপক্ষ নেপাল ও হংকং। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে প্রিলিমিনারি রাউন্ডের তিনটি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম(অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, আনামুল হক বিজয়, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মতুর্জা, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, ফরহাদ রেজা, সাব্বির রহমান রুম্মন।

আফগানিস্তান দল : মোহাম্মদ শাহজাদ, নওরাজ মঙ্গল, করিম সাদিক, সফিকুল্লাহ, মোহাম্মদ নবী, গুলবাতিন নায়েব, সামিউল্লাহ সানওয়ারি, দওলাত জারদান, শাপুর জারদান, আফতাব আলম, নাজিব তারাকি।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩