শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছুটির দিনটাকে সফল করতে ৫ পরামর্শ

news-image

সাপ্তাহিক ছুটির দিনটিতে কি করবেন, তা যদি পরিকল্পনা করতে না পারেন, তবে কাজের কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গোটা সপ্তাহের ব্যস্ততার শেষে নিজেকে পুরোপুরি ফিরে পেতে ৫টি উপভোগ্য কাজের কথা বলেছেন বিশেষজ্ঞরা।

১. যথেষ্ট ঘুমিয়ে নিন : ছুটির দিনটিতে প্রতিদিনের কাজের গতানুগতিক সূচি বদলে যায়। অন্যান্য দিন কম ঘুম বা দ্রুত বাইরে বেরোনোর কাজে কোনো সমস্যা নেই। কিন্তু এ কয়দিনের ঘুমের অভাব পুষিয়ে নিতে ছুটির দিন একমাত্র অবলম্বন। গোটা সপ্তাহে ঘুমের অভাব নানা দৈহিক ও মানসিক সমস্যা সৃষ্টি করে। এতে হৃদরোগ, ডায়াবেটিস এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই ছুটির দিনে ঘুমের অভাব পূরণ করা দারুণ এক কাজ।

২. সময়টাকে আনন্দময় করুন : ব্যস্ত কাজ থেকে অবসর নেওয়ার দিন ছুটির দিন। তা ছাড়া কর্মময় দিনগুলোতে যে সকল কাজের জন্যে নৈতিকভাবে আপনি বিপর্যস্ত তা থেকে মুক্ত হওয়ার দিনটি হলো ছুটির দিন। তাই এই বিশেষ দিনটিকে আনন্দময় ও উপভোগ্য করে তুলুন। পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া, নতুন কিছু রান্না করে খাওয়া, শখের কাজগুলো করা অথবা যেকোনো কিছু হতে পারে।

৩. ধন্যবাদ জানান : ছুটির দিনে আপনার যাবতীয় ভালো কাজের জন্যে একটা ধন্যবাদ আপনি নিজেই পেতে পারেন। আর ধন্যবাদ প্রদানের কাজটি নিজেই করুন। এর মাধ্যমে আত্মতুষ্টি আসে। একটা চাকরি পাওয়ার জন্যে কৃতজ্ঞ বোধ করুন, সুন্দর একটা ছুটির দিনের জন্যে পরিতৃপ্তি অনুভব করুন ইত্যাদি। সফলভাবে একটি সপ্তাহ শেষ করার জন্যে নিজেকে ধন্যবাদ জানান।

৪. ভবিষ্যতের দিকে তাকান : গোটা সপ্তাহে কি করলেন তা বিশ্লেষণের মোক্ষম সময় ছুটির দিন। আর ভবিষ্যতে কি করবেন তা নিয়েও চিন্তা-ভাবনা করতে পারেন। ছুটির দিনেই গভীর চিন্তার মাধ্যমে গুরুতর সমস্যার সমাধান বের করতে পারেন।

৫. আগামী কর্মদিবসের পরিকল্পনা করুন : ছুটির দিনে আরেকটি কাজের কাজ করতে পারেন। আগামী দিন থেকে শুরু হওয়া কর্মমুখর সময়ে অগোছালো কাজগুলো কিভাবে গুছিয়ে নেবেন তা নিয়ে চিন্তা করে নিতে পারেন। ছোটখাটো কাজগুলোও গুছিয়ে নিতে পারেন। এগুলো আপনার সময় অপচয় রোধ করবে। সূত্র : বিজনেস ইনসাইডার

 

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার