শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা মালিক-চালকদের মানববন্ধন ও বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে বিকল্প ব্যবস্থা ছাড়া সিএনজি চালিত অটোরিকশা-অটোটেম্পু চলাচলে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে এবং মহাসড়কে পৃথক লেন ও রোড ডিভাইডারের দাবিতে ব্রাহ্মণবড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক সংগ্রাম পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা-সিলেট-মহাসড়ক সংলগ্ন আশুগঞ্জ রেলগেইট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শত শত অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করে। এসময় এক সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা সিএনজি মালিক সমিতির নেতা আলমগীর হোসেন, শ্রমিক নেতা নূরুল্লাহ সরকার, রাজিব পারভেজ, মাহবুব মিয়া প্রমুখ।
বক্তারা বিকল্প ব্যবস্থা ছাড়া মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত মহাসড়কে পৃথক লেন ও রোড ডিভাইডার তৈরি করে সিএনজি অটোরিকশা চলাচল করতে না দিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের গোলচত্তরের সামনে গিয়ে শেষ হয়।