১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার উঠেছে: মামুনুল হক
অনলাইন ডেস্ক : আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের জন্য সারাদেশে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মামুনুল হক।
মাওলানা মামুনুল হক বলেছেন, বিগত দিনে বৃহৎ রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। এ কারণে ক্ষমতা পরিবর্তনের জন্য সারাদেশে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে।
তিনি বলেন, ‘বিগত দিনে গুন্ডামির রাজনীতি ছিল। যে দলই ক্ষমতায় যায় তারা নিজেদের ভাগ্য বদল করে জনগণের জন্য কোনো কাজ করে না। ফলে বিগত ৫৪ বছরে যে লুটপাটের আর দুর্বৃত্তায়নের রাজনীতি হয়েছে, সেটার পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ১১ দলীয় জোট হলো জুলাই গণঅভ্যুত্থানের ফসল ঘরে তোলার জন্য।’











