রুমিন ফারহানার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন টিম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাবাজপুর ইউনিয়নে ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালেণ উপস্থিত ছিলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান।
সৌজন্যে সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা রুমিন ফারহানার সঙ্গে আসন্ন জাতীর সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন।











