ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত
অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানতারেক রহমানেরআসন ঢাকা-১৭ আসনের জন্য‘তারুণ্যের শক্তি’ নির্বাচনি উপকমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার শিক্ষার্থী, সামাজিক সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ১১৭ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা উপকমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
অনুমোদিত এই উপকমিটি আসন্ন নির্বাচনে আধুনিক, সময়োপযোগী ও জনসম্পৃক্ত পরিকল্পনার মাধ্যমে প্রচারণা পরিচালনা করবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ক্যাম্পেইন, পেশাজীবী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে ।
উপকমিটির আহ্বায়ক: শওকত আজিজ, সমন্বয়ক: আব্দুল্লাহ আল জোবায়ের, সদস্য সচিব: সাইদুল বাসার শোয়েব, মুখপাত্র: এডভোকেট মোঃ আবির মিনহাজ, ব্যারিস্টার আকিব আকবর চৌধুরী ও আইনজীবী মোঃ জিসান গোলজার ।
কমিটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে ভোটাধিকার হরণের বিরুদ্ধে আন্দোলনরত জনগণ এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে ঢাকা-১৭ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করা হবে।











