‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর দেশে ফিরতে পারবে না’
অনলাইন ডেস্ক: গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কোনো দিন দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলে প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, ‘নির্বাচন হয়ে গেলে পরাজিত ফ্যাসিস্ট শক্তির দেশে ফেরার পথ বন্ধ হয়ে যাবে। সেই জন্য তারা নির্বাচনে আগে ফিরতে চায়। আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কোনো দিন দেশে ফিরতে পারবে না।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা তার সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি।’









