হাদিকে গুলির আগেই দেশ ছাড়ার ছক
সাজ্জাদ মাহমুদ খান : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার আগে থেকেই দেশ ছাড়ার ছক কষেছিল শুটাররা। পরিকল্পনা অনুযায়ী গুলি চালিয়ে ঢাকার আগারগাঁওয়ের বাসায় যায় সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন। সেখান থেকে সাভারের কালামপুর যায় তারা। কালামপুর থেকে আগে থেকেই ভাড়া করা একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছায়। শুক্রবার মধ্যরাতে সীমান্ত পারাপারের জন্য আগে ঠিক করে রাখা লোক তাদের ভারতে পৌঁছে দেয়। তদন্ত সংস্থার কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
এদিকে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মস্তিষ্ক ছাড়া বাকি সব অঙ্গ ওষুধ আর অক্সিজেনের মাধ্যমে সচল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ছাড়া হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের স্ত্রী-শ্যালক-বান্ধবীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলির ঘটনায় রবিবার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
পুলিশ সূত্র জানায়, হাদিকে হত্যাচেষ্টায় খুনিদের অন্তত তিনটি গ্রুপ ছিল। তারা মূল শুটার ফয়সালের মোটরসাইকেলকে কভার
করেছে। ফয়সালের মোটরসাইকেলের চালক আলমগীর ছাড়াও ঘটনাস্থলে থাকা স্বেচ্ছাসেবক লীগের নেতা রুবেল ছিল। চক্রটি গুলি করার আগেই একাধিক মিটিং করে পালানোর ছক কষে। ছক অনুযায়ী গুলি করায় সরাসরি অংশ নেওয়া দুজনকে সীমান্ত দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে দেশের বাইরে থাকা চক্র তাদের নিয়ে যায়। হাদিকে গুলি করে হত্যাকাণ্ডের চেষ্টায় দেশ ও দেশের বাইরের চক্র জড়িত। গুলি করার পর মূল শুটার ও তার সহযোগী পালিয়ে গেলেও রুবেলসহ তাদের অন্য সহযোগীরা এখনও দেশেই আছে। তাদের ধরতে কাজ করছে পুলিশ।
জানা গেছে, রবিবার রাত আড়াইটার দিকে নরসিংদীর সদর থানা এলাকা থেকে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া ও শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুকে গ্রেপ্তার করা হয়। ফয়সালের ‘বান্ধবী’ মারিয়া আক্তার লিমাকে গ্রেপ্তার করা হয় গতকাল ভোরে ঢাকার বাড্ডা এলাকা থেকে। গতকাল তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। সেখানে রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, হাদি জুলাই আন্দোলনের বীর সৈনিক। ঢাকার একটি আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন। ছাত্রলীগের দীর্ঘদিন পরিকল্পনার পর ফয়সাল করিম মাসুদ এ ঘটনা ঘটিয়েছে। গ্রেপ্তার হওয়া তিন আসামি একই সঙ্গে, একই ঘরে ছিল।
শুনানি শেষে ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়াসহ তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রিমান্ডে পাঠানো অপর দুই আসামি হলেন ফয়সালের শ্যালক ওয়াহিদ আহমেদ ও মারিয়া আক্তার লিমা।
তবে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন দাবি করেছেন, ঘটনার বিষয়ে কিছুই তিনি জানেন না। ঘটনার দুই-তিন দিন আগে থেকেই তার স্বামীর সঙ্গে যোগাযোগ নেই। ঘটনার দিন কথা হয়। এরপর থেকে আমাদের সঙ্গে কথা বলেনি। আমাদের সঙ্গে সে থাকে না। অনেক রাতে যেত, আবার ভোরে চলে আসত।
ফয়সাল করিম মাসুদের বান্ধবী মারিয়া আক্তার বলেন, ফেসবুকে পরিচয় থেকে ফয়সাল তার বন্ধু। আর্থিক সমস্যার কারণে কিছু টাকা দেবে বলে জানায়।
এদিকে হাদির চিকিৎসার বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ বলেন, ওসমান হাদিকে বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে। এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স।
মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদির শরীরের অন্য অঙ্গগুলো এখনও ‘নিয়ন্ত্রণযোগ্য’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। সায়েদুর রহমান বলেন, হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া কিডনি, হার্ট এবং রেসপিরেশন তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য বলা যেতে পারে। বিভিন্ন ওষুধ আর অক্সিজেনের মাধ্যমে এগুলোকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।









