‘যতদিন এই দেশ থাকবে, ততদিন পাকিস্তানিদের ঘৃণা করে যাবো’
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ‘যতদিন এই দেশ থাকবে, ততদিন আমরা পাকিস্তানি হানাদার বাহিনী, আল-বদর ও আল-শামস বাহিনীকে ঘৃণা করে যাব।’
তিনি বলেন, ‘তাদের কারণে এ দেশের মানুষকে অবর্ণনীয় কষ্টের শিকার হতে হয়েছে। এ ছাড়া তারা আমাদের ভাই-বোনদের হত্যা করেছে এবং দেশের অর্থনীতি যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, সে লক্ষ্যে ব্যাপক সম্পদের ক্ষতিসাধন করেছে।’
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৫৪তম মহান বিজয় দিবস উদযাপনের সময় তিনি এসব কথা বলেন।
ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বর্তমানে দেশে একটি গোষ্ঠী আমাদের জুলাই বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এ দেশে যেন আর কখনো ফ্যাসিস্ট জালিমের শাসন ফিরে না আসে, সে বিষয়েও আমাদের সচেতন থাকতে হবে।’
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমবেত প্যারেডবৃন্দের সালাম গ্রহণ করেন।
এরপর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বেলা ১১টায় শিক্ষক কমপ্লেক্সে এবং হল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় প্রীতি খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ, মন্দির ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে জাতীয় সংহতি ও অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।









