বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মেন্দ্রর বায়োপিকে কি দেখা যাবে সালমান খানকে

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর। এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি চলচ্চিত্র অঙ্গন ও অসংখ্য ভক্তের হৃদয়ে।

সম্প্রতি ধর্মেন্দ্রর একটি পুরোনো সাক্ষাৎকার আবার আলোচনায় এসেছে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি তার জীবন নিয়ে কোনো জীবনীচিত্র নির্মিত হয় তাহলে তার চরিত্রে কাকে দেখতে চান তিনি। কোনো দ্বিধা ছাড়াই তিনি উত্তর দেন, ‘সালমান খান।’

ধর্মেন্দ্রর মতে, সালমানের মধ্যে তার অনেক মিল খুঁজে পাওয়া যায়। তিনিই সবচেয়ে ভালোভাবে তাকে পর্দায় তুলে ধরতে পারবেন।

এই উত্তর অনেককে বিস্মিত করেছিল। কারণ তিনি নিজের দুই ছেলে সানি দেওল বা ববি দেওল এমনকি ভাতিজা অভয় দেওলকেও নয়, বেছে নিয়েছিলেন সালমান খানকে।

ধর্মেন্দ্র-সালমানের বন্ধন ছিল গভীর। সালমানও প্রকাশ্যে স্বীকার করেছেন ধর্মেন্দ্রই তার অনুপ্রেরণা। এক অনুষ্ঠানে সালমান বলেছিলেন, ‌‘আমার অনুপ্রেরণার একজনই মানুষ ছিলেন, ধর্মজি। তিনি আমার বাবা, এটাই শেষ কথা। আমি তাকে ভালোবাসি।’

ধর্মেন্দ্রও স্নেহভরে সালমানকে ডাকতেন তার ‘তৃতীয় ছেলে’ বলে।

তাই এই অভিনেতার মৃত্যুর পর আলোচনা হচ্ছে তার বায়োপিক নিয়ে। আর যদি সেটি নির্মিত হয় সেখানে যেন সালমান খানকেই দেখা যায় সেই দাবি করছেন নেটিজেনরা। ধর্মেন্দ্র যেহেতু নিজেই সালমানকে সবচেয়ে ‘উপযুক্ত’ বলেছেন তাই ভবিষ্যতে সালমানের মাধ্যমে এই মহান অভিনেতার জীবনগাথা পর্দায় উঠে আসা উচিত বলে মনে করছেন অনেকে।