বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের প্রস্তুতি আরও নিখুঁত করতে চায় বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। যেখানে আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টিতে মাঠে নামছে। সিরিজ শুরু হবে আজ বৃহস্পতিবার, চট্টগ্রামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুদল। সিরিজ শুরুর আগে দুই দলকেই ভাবতে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে।

বৃহস্পতিবার মাঠে নামার সঙ্গে সঙ্গে ২০২৫ সালে নিজেদের ২৮তম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ-যা এই ফরম্যাটে তাদের সবচেয়ে ব্যস্ত বছর। মূল পেসার তাসকিন আহমেদকে এবার পাচ্ছে না দল, কারণ তিনি নভেম্বর ৩০ পর্যন্ত আবুধাবি টি১০–এ খেলার এনওসি পেয়েছেন।

তবে পেস আক্রমণে বাংলাদেশের গভীরতা এখন এমন পর্যায়ে যে তাসকিনকে বিশ্রাম দিতে দল ব্যবস্থাপনা স্বস্তিতেই আছে। বর্তমান স্কোয়াডে রয়েছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। স্পিন বিভাগেও আছেন সেরা অপশন-মাহাদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

এই বছর মাত্র ছয়টি টি-টোয়েন্টি খেলেছে আয়ারল্যান্ড-ফর্ম ও অভিজ্ঞতার দিক থেকে তাই কিছুটা ঘাটতি থাকবে। তবে চট্টগ্রামের উইকেট ব্যাটসম্যানদের উপযোগী, যা ঢাকা ও সিলেটের টেস্টে রান করতে না পারা আইরিশ ব্যাটারদের জন্য স্বস্তির খবর।

অধিনায়ক পল স্টার্লিংকে সামনেই থেকে দলকে টানতে হবে। মিডল অর্ডারে রয়েছেন রস অ্যাডেয়ার, হ্যারি টেক্টর, লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার। অলরাউন্ডার জর্জ ডকরেল ও গ্যারেথ ডেলানির দিকেও তাকিয়ে আয়ারল্যান্ড। নতুনরা-বেন ক্যালিৎস ও টিম টেক্টর-অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে ব্যাট হাতে আরও নেতৃত্ব দিতে হবে। এই বছরে টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে ধারাবাহিকতা তেমন দেখা যায়নি। বিশেষ করে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে সহজ লক্ষ্যও তাড়া করতে পারেনি বাংলাদেশ।

ফর্মে আছেন সাইফ হাসান, যিনি তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনকে চ্যালেঞ্জ করছেন ওপেনিং বা টপ অর্ডার জায়গার জন্য। উত্তেজনাপূর্ণ হলেও বাংলাদেশের টপ অর্ডার একসাথে সচরাচর সফল হয় না। মাঝের সারিতে তোহিদ হৃদয় ও জাকার আলি, আর সাম্প্রতিক ম্যাচগুলোতে অনেক শট খেলার চেষ্টা করছেন নুরুল হাসান। দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন-শামীম হোসেনের পরিবর্তে ৪ বা ৫ নম্বর পজিশন শক্ত করতে।

টেস্ট সিরিজে খেলে নেওয়ায় ম্যাথিউ হামফ্রিজ, ব্যারি ম্যাকার্থি ও ক্রেইগ ইয়ং বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। সিমার ম্যাকার্থি ও ইয়ং ঢাকার টেস্ট খেলেননি, কিন্তু বাঁহাতি স্পিনার হামফ্রিজ সিরিজ যত এগিয়েছে, তত উন্নতি করেছেন।

এবার দলে যোগ হচ্ছে অভিজ্ঞ মার্ক অ্যাডেয়ার ও জশ লিটল-যারা এর আগেও এসব কন্ডিশনে খেলেছেন। লেগস্পিনার বেন হোয়াইটও বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রাখেন। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী বলেই মনে হচ্ছে।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজ দেখেছে-চট্টগ্রামের রাতের ম্যাচে দ্বিতীয় ইনিংসে বাউন্স ও মুভমেন্ট বাড়ে, যদিও রাত ৮টার পর শিশিরও থাকে। তারা ১৬৫ ও ১৪৯ রানের মাঝারি স্কোরও রক্ষা করেছে, এবং একটি ম্যাচে ১৫১ তাড়া করেছে। তাই আগে ব্যাট করলে দলগুলো অক্টোবর সিরিজে দেখা ১৫৫ গড় স্কোরকে ছাড়িয়ে যেতে চাইবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি সিরিজ। ফলে বছরটা ভালোভাবে শেষ করার লক্ষ্য থাকবে লিটনদের।