বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় তাপমাত্রার পতন, বাড়ছে শীত

news-image

অনলাইন ডেস্ক : দরজায় কড়া নাড়ছে শীত। রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য কমায় বেড়েছে শীতের অনুভূতি। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিলো ৮৪ শতাংশ।

বুধবার (২৬ নভেম্বর) ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এসময়ে বাতাসে আর্দ্রতা ছিলো ৮৮ শতাংশ। গত মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিলো ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিলো ৮৪ শতাংশ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে, সকাল হলেই কুয়াশায় চাদরে ঢেকে যাচ্ছে জেলা শহরগুলো। ঘাসের ডগায় দেখা মিলছে শিশিরের ‘মুক্তোর দানা’। সন্ধ্যা নামতেই বাড়তে থাকে শীতের আবহ। তাই শীতের পোশাকের চাহিদা বাড়ছে জেলায়। শীত বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে।

শীত ঘিরে শুরু হয়েছে পিঠা-পুলির উৎসব। হাট-বাজারগুলোতে দোকানিরা বিকাল হলেই শীতের গরম হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসছেন। গরম পিঠার ধোয়াসহ খেতে ফুটপাতের এসব দোকানে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা।