বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়াহাবের এক ওভারে ছয় ছক্কা মারলেন ইফতেখার

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ফিরে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার ও ডানহাতি স্পিনার ইফতেখার আহমেদ। ওই ছয় ছক্কা তিনি মেরেছেন পাকিস্তানের গতিময় পেসার ও পাঞ্জাবের অন্তবর্তীকালীন ক্রীড়া মন্ত্রী ওয়াহাব রিয়াজকে।

পিএসএলের একটি প্রদর্শনী ম্যাচের ঘটনা এটি। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল। সেজন্য বিপিএল ছেড়ে ওয়াহাব রিয়াজ, ইফতেখার আহমেদরা দেশে ফিরেছেন। রোববার কোয়েটার আকবার বুগতি স্টেডিয়ামে কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশোয়ার জালমি মুখোমুখি হয়েছিল।

ম্যাচের ১৯ ওভারে পর্যন্ত কোয়েটা ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে পারে। শেষ ওভারে বল হাতে নেন ওয়াহাব রিয়াজ। তার আগের তিন ওভারে মাত্র ১১ রান দিয়েছিলেন এই বাঁ-হাতি পেসার। ওই ওভারের আগ পর্যন্ত ইফতিখার ৪৪ বলে ৫৮ রানে ব্যাট করছিলেন।

এরপর তিনি ঝড় শুরু করেন। ওয়াহাবের প্রথম বলটি লেগ সাইডের বাইরে ফুলটস ছিল। মিডল-অফ স্টাম্পে স্টান্স নেওয়া ইফতেখার লেগ সাইডে ছক্কা মেরে দেন। পরের বল অফ স্টাম্প বরাবর ফুল লেন্থে করেন তিনি। এবারও তিনি বল লেগ সাইডের মাঠ ছাড়া করেন তিনি। স্টাম্প লাইনে করা তৃতীয় বলে সোজা ছক্কা তুলে হ্যাটট্রিক করেন বিপিএলে বরিশালে খেলা ইফতেখার।

পরের তিন বলেও ছক্কা তোলেন ইফতেখার। রিয়াজের করা চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে বরাবর ছিল। হাঁটু স্টাম্পের বাইরে দিয়ে অফে ছক্কা মারেন তিনি। পরের দুই বল অফ স্টাম্পের বাইরে বাউন্সার মারেন ওয়াহাব রিয়াজ। কাট করে অফের বাইরে দুটিতেই ছক্কা মারেন তিনি। দলের রান গিয়ে দাঁড়ায় ১৮৪। ইফতিখার করেন ৫০ বলে ৯৪ রান।

এ জাতীয় আরও খবর