রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

news-image

স্পোর্টস ডেস্ক : এই ম্যাচটা জিতলে কাগজে কলমে আশা টিকে থাকতো। তবে ঢাকা ডমিনেটর্স পারলো না। লড়াই করলেও শেষ পর্যন্ত হেরেই গেলো নাসির হোসেনের দল।

ঢাকাকে ২ উইকেট আর ৩ বল হাতে রেখে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স। এই ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকার।

রংপুরের লক্ষ্য খুব বড় ছিল না, ১৩১ রানের। তবে ৯ রানের মধ্যে মোহাম্মদ নাইম (০) আর শেখ মেহেদিকে (২) তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন ঢাকার পেসার শরিফুল ইসলাম।

সেখান থেকে রনি তালুকদার আর নুরুল হাসান সোহান ৬৫ বলে ৯৩ রানের জুটি। রনি তালুকদার অবশ্য ব্যাট করেছেন ধীরগতিতে, ৩৯ বলে ৩৪ করে ফেরেন তিনি।

তবে অধিনায়ক নুরুল হাসান সোহান ব্যাট হাতে ছিলেন রীতিমত বিধ্বংসী। ৩৩ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৬১ রানের ঝোড়ো এক ইনিংস খেলে দেন রংপুর দলপতি।

রনি-সোহান আউট হওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছিল ঢাকা। শেষ ওভার পর্যন্ত তারা টেনে নেয় খেলা। তবে শেষ রক্ষা হয়নি।

এর আগে ৮ উইকেটে ১৩০ রানের পুঁজি দাঁড় করিয়েছিল ঢাকা। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা দলটি একটা সময় একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। ৭৫ রানে হারিয়েছিল ৬ উইকেট।

এরপর আরিফুল হকের ২৬ বলে ২৯, শরিফুল ইসলামের ১৩ বলে ১১ আর আমির হামজার ১১ বলে ১৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে কোনোমতে ১৩০ পর্যন্ত গেছে ঢাকা।

টপঅর্ডারের তিন ব্যাটার মোহাম্মদ মিঠুন (৫), সৌম্য সরকার (৩) আর নাসির হোসেন (২) দ্রুত সাজঘরে ফিরে গেলে ১১ রানের মধ্যে ৩ উইকেট হারায় ঢাকা। অ্যালেক্স ব্ল্যাক মারমুখী শুরু করেছিলেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি (১১ বলে ১৮)।

চার নম্বরে নামা আবদুল্লাহ আল মামুন অনেকটা সময় ধরে খেলেন। কিন্তু তার ২৭ বলে ২৩ রানের ইনিংসটি মোটেই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।

রংপুরের পেসার আজমতউল্লাহ ওমরজাই ২২ রানে নেন ২টি উইকেট।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩