রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এফডিসি থেকে পরিচালক শফিক গ্রেপ্তার

news-image

বিনোদন প্রতিবেদক : কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে এফডিসি থেকে পরিচালক শফিক হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টায় এফডিসির ক্যান্টিন থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক শিহাব উদ্দিন চৌধুরী।

তিনি জানান, নির্মাতা শফিক হাসান ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ধূমকেতু’ সিনেমা দুটির ইউটিউব স্বত্ব আর টিভি স্বত্ব বিক্রি করেন লাইভ টেকনোলজিসের কাছে। সেই সিনেমার প্রযোজক দেশের বাইরে থাকায় রুবেল নামে ভুয়া প্রযোজক সাজিয়ে সিনেমা দুটি এটিএন বাংলার কাছে বিক্রি করেন নির্মাতা শফিক। এ বাবদ প্রায় ১০ লাখ টাকাও নেন তিনি।

পরে বিষয়টি জানতে পেরে লাইভ টেকনোলজিসের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এটিএন বাংলার সঙ্গে। সে সময়ই এটিএন বাংলার পক্ষ থেকে আগারগাঁও কপিরাইট অফিসে পরিচালক শফিক হাসানের নামে দুটি অভিযোগ দায়ের করা হয়। এরপর বিষয়টি প্রমাণিত হলে এটিএন বাংলাকে কাছে ১ লাখ টাকা ফেরত দেন এই নির্মাতা। আর বাকি টাকা পরিশোধের জন্য তিন মাসের সময় চেয়ে নেন। পরবর্তী সময়ে কথা ও সময়ের বরখেলাপ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে পরিচালক শফিক হাসান গাজীপুরের কাশিমপুর জেল হাজতে আছেন।

এ প্রসঙ্গে এটিএন বাংলার অনুষ্ঠান প্রধান কে এম মাহমুদ হাসান বলেন, ‘২০১৬ সালে লাইভ টেকনোলজিসের কাছে সাইমন সাদিক অভিনীত “স্বপ্ন ছোঁয়া” আর ২০১৯ সালে শাকিব খান অভিনীত “ধূমকেতু” ছবিটির ইউটিউব ও টিভি স্বত্ব বিক্রি করেন শফিক হাসান। সেই দুটি ছবিই আবার তিনি আমাদের কাছেও বিক্রি করে ঘোর অন্যায় করেছেন। আমরা বিষয়টি নিজেদের মধ্যে রেখেই সুরাহা করতে চেয়েছিলাম। কিন্তু তা আর হয়নি। অবশেষে বাধ্য হয়েই আমাদের আইনের পথ বেছে নিতে হয়েছে।’

জানা গেছে, গত রোববার জামিনের জন্য শফিক হাসানকে আদালতে তোলা হয়। কিন্তু শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে দেন।

উল্লেখ্য, ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, পরী মণি, তানহা তাসনিয়া, নাজনীন হ্যাপি, আলী রাজ, দিতি, অমিত হাসান, সিবা শানু, রেবেকাসহ অনেকে। আর ‘স্বপ্ন ছোঁয়া’য় অভিনয় করেছেন সাইমন সাদিক, ববি, তানভীর খান, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, মিশা সওদাগরসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩