রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারাও তারকা

news-image

শিমুল আহমেদ
অভিনয়, গান কিংবা শোবিজের কাজের সঙ্গে যুক্ত না থেকেও রীতিমত তারকা বনে গেছে তারা। আর খুব বেশি দিনের কথাও না। অল্প ক’দিনেই জনপ্রিয়তার তকমা লেগেছে তাদের গায়ে। বলছিলাম, এই সময়ের সুপারস্টার শাকিব খান, অপু বিশ্বাস, বুবলী, পরী মণি আর সিয়াম আহমেদের সন্তানের কথা।

মা-বাবা জনপ্রিয় তারকা হওয়ার সুবাদে রীতিমতো তারাও এখন তারকা। এর মধ্যে শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয় এবং শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীরের নামে ফেসবুক পেজও আছে। যেখানে তাদের অনুসারীর সংখ্যাও নেহাত কম না।

তবে সিয়াম আর পরীর ছেলের ফেসবুক পেজ না থাকলেও তাদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। মা-বাবার ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে কোনো একটি ছবি বা ভিডিও শেয়ার করা হলে সেখানে অনুসারীদের ভালোবাসায় সিক্ত ক্ষুদে এই তারকারা।

জোরাইজ আহমেদ জায়ানের বাবা অভিনেতা সিয়াম আহমেদ। এক বছর পূর্ণ হতে এখনো প্রায় ৩ মাস বাকি আছে। যদিও সিয়াম তার সন্তানের ছবি খুব একটা প্রকাশ করেন না। তারপরও যে ক’টি ছবি পাওয়া যায় সেগুলোর মন্তব্যের ঘর থাকে ভালোবাসায় ভরপুর।

অন্যদিন শরিফুল রাজ-পরী মণির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। বয়স এখন প্রায় ৬ মাস। যেকোনো অনুষ্ঠানে মায়ের সঙ্গে নিজেও তারকা হয়ে উপস্থিত হয় রাজ্য। আর সবাই তাকে ভালোবেসে কোলে তুলে নেওয়ার হিড়িক পড়ে যায়।

পরীর ভাষ্য, ‘সবাই আমাদের ভালোবাসে বলেই আমার সন্তানের প্রতিও তাদের ভালোবাসা। এই ভালোবাসার প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ।’

একই সুরে কথা বললেন বুবলী। শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান বীরের বয়স প্রায় ২ বছর হতে চলছে। বুবলী ভাষ্য, ‘বীরকে সবাই খুব ভালোবাসে। পরিবারের পাশাপাশি আমার ভক্ত-দর্শকদের নয়নমণি ও। ওর নানা মুহূর্তের ছবিগুলো আমি ওর ফেসবুকে শেয়ার করি। যে ছবিগুলোতে সবাই ওর প্রতি ভালোবাসা প্রকাশ করে। সবার ভালোবাসা নিয়েই বীর বড় হচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন।’

শাকিব-অপুর ছেলে জয়ের বয়স এখন ৬ বছর ৩ মাস। তবে এরই মধ্যে সকলের মধ্যমণি জয়। স্কুলের শিক্ষক আর বন্ধুদের মাঝেও ওর কদর অনেক বেশি। জয়ও সবার মন জয় করেছে বলে জানান অপু।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩