শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির কর্মসূচিতে ‘হেলমেট বাহিনী’র হামলা, গ্রেপ্তার ১৪

news-image

রাজবাড়ী প্রতিনিধি : ফরিদপুরের অম্বিকাপুরে বিএনপির আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট পরে এ হামলা চালায় বলে অভিযোগ বিএনপির।

আজ বুধবার দুপুর ১১টায় হামলা-পাল্টা হামলা শুরু হলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রাজবাড়ী জেলা বিএনপির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে পুলিশ রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, রাজবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক মাহাবুব চৌধুরী দুলাল, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্ববায়ক কামরুল, চন্দনী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহীন, রাজবাড়ী সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গনি, বসন্তপুরের মোমিন, মিলনসহ ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টায় অম্বিকা ময়দানে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। এর প্রায় দেড় ঘণ্টা পর মঞ্চে বক্তব্য চলাকালে শহীদ সুফি সড়কে হেলমেট পরা কিছু লোক ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলের শব্দে প্রথমে হকচকিয়ে গেলেও দ্রুতই পাল্টা প্রতিরোধ করে বিএনপি। এ সময় কিছুক্ষণ উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপের পর হামলাকারীরা পালিয়ে যায়। পরে সড়কে যত্রতত্র ইটের টুকরো পড়ে থাকতে দেখা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন করের নেতৃত্বে পুলিশের একটি দল চৌরঙ্গী মোড়ে ব্যারিকেড দেয়। পরে পুলিশের ব্যারিকেডের পেছনে আবার ককটেল বিস্ফোরণ হয়। পরে বিএনপির নেতাকর্মীরা অম্বিকা ময়দান ছেড়ে চলে যায়।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে এ গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মো. আবু জাফর, নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির।

গণ অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসিরুদ্দিন কালু, সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম, রাজবাড়ীর আহ্বায়ক লিয়াকত হোসেন, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩