রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সমালোচনা করলেই মামলা!

news-image

বিনোদন প্রতিবেদক : মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে সমালোচনা করলে তাকে সাইবার ক্রাইমের আওতায় আনার চিন্তা-ভাবনা করছেন নবনির্বাচিত চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। গতকাল রোববার রাতে রাজধানীর বনানী ক্লাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে শাহীন সুমন বলেন, ‘ফেসবুকে ও বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেকেই সিনেমার নিয়ে না বুঝে অনেক কথা বলে। যারা সিনেমার আগামাথা, সিনেমা না দেখে বিভিন্ন সমালোচনা লিখে থাকেন। আর সে কারণে দর্শকও প্রতারিত হয়। আর যারা সিনেমা নির্মাণের পেছনে লগ্নি করে তারা বিরাট একটা ক্ষতি হয়ে যায়। এসব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করে, উল্টাপাল্টা সংবাদ দিয়ে আমাদের সিনেমা পিছিয়ে দিচ্ছে।’

তিনি আরও বরেন, ‘যদি সিনেমার সমালোচনা করে উল্টাপাল্টা, বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ করা হয়, তাহলে আমরা তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করব। এ নিয়ে আলোচনাও হচ্ছে। আশা করি, এটি হলে সিনেমার সুদিন আবার ফিরে আসবে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ। ছিলেন সিনেমার কলাকুশলীরাসহ অনেকে। আর ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পার্ট। কপ ক্রিয়েশন প্রযোজনায় দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজানসহ অনেকে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি