রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খাবারে বিষ, অসুস্থ ১২০০

news-image

অনলাইন ডেস্ক : হিজাব বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে দেশটির ক্ষমতাসীন ইসলামি সরকারের প্রশাসন! এতে সহস্রাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

জানা গিয়েছে, একযোগে বিশাল আন্দোলনের পরিকল্পনা করেছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পূর্ব নির্ধারিত সেই আন্দোলনের কথা জানতে পেরেই বিশাল সংখ্যক শিক্ষার্থীকে খাবারের সঙ্গে বিষ খাইয়ে দেওয়া হয়। আক্রান্তরা সকলেই গায়ে ব্যথা ও মাথা ঘোরার সমস্যায় ভুগছেন। পেটের সমস্যাও রয়েছে তাদের। অসুস্থরা যেন চিকিৎসা না পান, সেই জন্য স্থানীয় হাসপাতালগুলোতেও চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধ করে রাখা হয়েছে।

নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে ইরানে চলমান আন্দোলনের অংশ হিসেবে সরকারের বিরুদ্ধে তিন দিনের বিক্ষোভ কর্মসূচির জন্য তৈরি হচ্ছিলেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার ঠিক আগেই খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ১২০০ শিক্ষার্থী।

ইরানের জাতীয় ছাত্র সংগঠনের দাবি, সরকারের লোকরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারে বিষ দিয়েছে। একটি ট্রেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে তারা জানায়, গত কয়েকদিনে খারাজমি এবং আর্ক বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী বমি, দুর্বলতা, ব্যাথা এমনকি ঘোরের মধ্যে রয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, রাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিবাদী কণ্ঠস্বর থামিয়ে দিতেই ষড়যন্ত্র করে তাদের খাবারে এই বিষক্রিয়া ঘটানো হয়েছে। অন্যদিকে, কর্তৃপক্ষের দাবি, পানিবাহিত জীবাণুর জেরেই খাবারে এই বিষক্রিয়া হয়েছে।

এর কয়েকদিন আগে, বিক্ষোভের আরও দুই কেন্দ্র আল জাহরা ও ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও একইভাবে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকে। বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের খাবার থেকেই সেই বিষক্রিয়া শুরু হয়েছিল। অভিযোগ, সেই সময় অদ্ভুতভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রগুলো হয় বন্ধ ছিল অথবা ডায়রিয়ার ওষুধ পাওয়া যাচ্ছিল না।

কিছুদিন আগেই জানা গিয়েছিল, আন্দোলনের চাপে পড়ে নীতি পুলিশ বিলুপ্ত ঘোষণা করেছে ইরানের প্রশাসন। কিন্তু সেদেশের শিক্ষার্থীদের দাবি, এমন কোনও পদক্ষেপ নেয়নি কট্টরপন্থী শাসকরা। বিশ্বের দরবারে মিথ্যা কথা প্রচার করার প্রতিবাদে ইসলামি শাসকদের বিরুদ্ধে টানা তিনদিন ধরে ধর্মঘটের পরিকল্পনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর সেই কথা জানতে পেরেই আন্দোলন দমিয়ে রাখতে প্রাণপন চেষ্টা শুরু করে প্রশাসন। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়। তাতেই অসুস্থ হয়ে পড়েন হাজার হাজার শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, যেহেতু প্রতিবাদ কর্মসূচির কথা আগে থেকে প্রশাসনের জানা ছিল, সেই জন্য হাসপাতালের পরিষেবা অকেজো করে রাখা হয়েছে। চিকিৎসা পাচ্ছেন না অসুস্থরা। সাবধান থাকতে আপাতত বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করছেন শিক্ষার্থীরা।

তবে কর্তৃপক্ষের দাবি, কোনও কারণে খাবার পানিতে বিষক্রিয়া হয়েছিল। সেই পানি খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি

মেসির ফেরার ম্যাচে মায়ামির নাটকীয় জয়

মাইগ্রেনের ব্যথা হলে কী করবেন

কেমন দল বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সাঁতারের পোশাকে সৌদি আরবে নারীদের ফ্যাশন শো

‘ফিজ’ নামটা কীভাবে পেলেন, জানালেন মুস্তাফিজ

পৃথিবীর কোন দেশে মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আছে, প্রশ্ন কাদেরের

‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’

বিএনপি নেতা ইশরাক কারাগারে