শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইনচার্জের মাথা ফাটালেন পুলিশ সদস্য

news-image

সিলেট ব্যুরো : শটগানের আঘাতে সিলেটে পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) মাথা ফাটিয়েছেন নায়েক পদমর্যাদার এক পুলিশ সদস্য। তুচ্ছ ঘটনা নিয়ে পুলিশ লাইনসের ভেতর এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় দুজনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র সুদীপ দাস জানান, পুলিশ সদস্যদের পরিশ্রম অনেক বেশি। দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হয় ফোর্সদের। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সিলেট মহানগর পুলিশের সদস্যরা শৃঙ্খলা মেনে, নিয়মের মধ্যে থেকে কাজ করছেন।

জানা যায়, গত ৩ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ লাইনসে এএসআই মো. রুবেল মিয়ার নেতৃত্বে স্ট্যান্ডবাই ডিউটি দেওয়া হয়। পরবর্তী সময়ে স্ট্যান্ডবাই পার্টি ফল-ইন করতে গিয়ে নায়েক প্রনজিতকে পাওয়া যাচ্ছে না বলে স্ট্যান্ডবাই পার্টির ইনচার্জ জানান।

প্রনজিতকে এলপি গেটের পাশে দেখা গেছে বলে জানান ইনচার্জ রুবেল মিয়া। পরে নায়েক প্রনজিতকে ডেকে আনার জন্য নায়েক শরীফ মিয়াকে পাঠিয়ে দেন তিনি। প্রনজিত ফিরে স্ট্যান্ডবাই পার্টির ইনচার্জ রুবেল মিয়ার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। তখন প্রনজিত তার নামে ইস্যু করা শটগান দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ৬ ডিসেম্বর এসএমপির উপ-কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমীন স্বাক্ষরিত এক আদেশে এএসআই মো. রুবেল মিয়া ও নায়েক প্রনজিতকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ঘটনাটিকে দুঃখজনক জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার