শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মনে-প্রাণে ব্রাজিল কিন্তু গ্রহের শ্রেষ্ঠ প্লেয়ার মেসি: মিশা

news-image

আকাশ নিবির : কাতার বিশ্বকাপের আর মাত্র ৪ দিন বাকি। সারা বিশ্ব তাকিয়ে আছে সেই দিকে। বাংলাদেশের মানুষের মধ্যেও বিরাজ করছে উন্মাদনা। সেই উন্মাদনা ছড়িয়েছে চলচ্চিত্র অঙ্গনেও। অভিনেতা মিশা সওদাগরও প্রস্তুত তার প্রিয় দল ব্রাজিলকে সাপোর্ট দিতে।

বর্তমানে পুবাইলে একটি ইসলামি প্রোডাকশনের ব্যানারে ‘কলেরব’ নামক গানের শুটিং করছেন তিনি। সেখান থেকেই দেশ রূপান্তর অনলাইনকে জানালেন এই অভিনেতা, ব্রাজিল ফুটবল দলের ভক্ত তিনি। বিশ্বকাপ আসলে শুরু হয় তার নানা কীর্তি। কখনও নিজে বল নিয়ে নেমে পড়েন কখনোবা বন্ধু-বান্ধব নিয়ে ঘরে বসেই হই-হুল্লোড় করে খেলা দেখেন। মিশা সওদাগর মনে প্রাণে ব্রাজিলের ভক্ত। নিজের দলের খেলার পাশাপাশি আর্জেন্টাইন প্লেয়ার মেসির খেলাও দারুণ উপভোগ করেন তিনি।

তিনি বিশ্বাস করেন- এই গ্রহের শ্রেষ্ঠ প্লেয়ার মেসি। এমন ফুটবল প্লেয়ার এই পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্মাবে না। তিনি চান ব্রাজিল-আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের ফাইনাল খেলুক। সেখান থেকে কেউ একজন কাপ জয় করুক। এবার মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তার মত প্লেয়ার বিশ্বকাপ বঞ্চিত হয়ে বিদায় নেবেন এটা ভক্তদের জন্য মন খারাপের।

মিশা আরও বলেন, ‘সাধারণত ঘরে বসেই পরিবার নিয়ে বিশ্বকাপ দেখি। আগে তো শুটিং থাকার সময় প্রজেক্টর লাগিয়ে প্রোডাকশনের সবাই মিলে খেলা দেখতাম। এখন যেহেতু বেশিরভাগ খেলা রাতে তাই বাসাতেই দেখা হবে। এছাড়াও এর মধ্যে আমেরিকায় যেতে হবে। তাই এবারের বিশ্বকাপ বাংলাদেশ-আমেরিকা মিলেই দেখতে হবে।’

মিশা সওদাগর ১৯৮৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি) আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে চলচ্চিত্রে পা রাখেন। পুরান ঢাকার সাতরোজায় আবুল হাসান রোডে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। পারিবারিক নাম শাহীদ হাসান। তার বাবার নাম ওসমান গনি ও মায়ের নাম বিলকিস রাশিদা। তিন ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ মিশা। দুই ছেলে সন্তান রয়েছে তার । বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইজ করণী।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩