রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কঠিন লড়াইয়ের অপেক্ষায় পাকিস্তান

5309a776c9e1e-Pakistan_Image২০১০ সাল পর্যন্ত এশিয়া কাপটা ছিল বিশ্বকাপজয়ী তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ত্রিমুখী লড়াই। বাংলাদেশ অংশ নিলেও খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু গত আসরে সেই পরিস্থিতির অনেকখানিই বদলে দিয়েছেন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকেরা। উত্তেজনাপূর্ণ ফাইনালে মাত্র দুই রানে হারলেও নিজেদের শক্তিমত্তা বেশ ভালোভাবেই জানান দিয়েছিল বাংলাদেশ। এবার তাই এশিয়া কাপের আগে বেশ সতর্ক অবস্থাতেই আছে গতবারের শিরোপাজয়ী পাকিস্তান। 



শিরোপা ধরে রাখার লড়াইটা যে খুব কঠিনই হবে, সেটা স্বীকারই করে নিয়েছেন অধিনায়ক মিসবাহ-উল-হক।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা তো বরাবরের মতো এবারও ফেবারিট। গত ১১টি আসরের শিরোপা নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিয়েছে এই তিন দেশ। কিন্তু এবার এশিয়া কাপে বাংলাদেশেরও যে ভালো সম্ভাবনা আছে, সেটাই সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন মিসবাহ, ‘বাংলাদেশ নিজেদের মাঠে খুব শক্তিশালী প্রতিপক্ষ। গত এশিয়া কাপে অল্পের জন্য তারা শিরোপা জিততে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষেও তারা ভালো লড়াই করেছে। কাজেই আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতাই আশা করছি।’



এখন পর্যন্ত এশিয়া কাপে পাকিস্তান সাফল্যের দেখা পেয়েছে দুইবার। ২০০০ ও ২০১২ সালে। দুইবারই আয়োজক ছিল বাংলাদেশ। এই জায়গা থেকে হয়তো কিছুটা অনুপ্রেরণাই খুঁজবেন মিসবাহরা। সাম্প্রতিক সময়ে পাকিস্তানবিরোধী প্রচারণা চললেও বাংলাদেশে এসে খেলাটা উপভোগ করেন বলেই জানিয়েছেন পাকিস্তান 



অধিনায়ক, ‘বাংলাদেশের মাটিতে খেলা সব সময়ই আনন্দের অভিজ্ঞতা। শেরে বাংলা স্টেডিয়ামে খেললে মনে হয় আমরা লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে খেলছি। এখানেই আমরা দুইবার শিরোপা জিতেছি।’ এবারও ইতিহাসের পুনরাবৃত্তি তাঁরা করতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩