রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত, মহাসড়ক অবরোধ

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহি অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, ইব্রাহিম মিয়া (২০) ও ইয়াসিন মিয়া (১৯)। শনিবার রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মিয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর গ্রামের অলি মিয়ার ছেলে ও ইয়াসিন মিয়া একই গ্রামের সোনা মিয়ার ছেলে। তারা দুইজনই অটোরিকশার যাত্রী ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। আহতদের মধ্যে অটোরিকশা চালক সাইখুল ইসলামকে (১৬) আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুই ঘন্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নন্দনপুর বাজার থেকে একটি যাত্রীবাহি অটোরিকশা সুহিলপুরের দিকে আসছিল। অটোরিকশাটি নন্দনপুর বাজার থেকে কিছুদূর আসামাত্রই বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ইব্রাহিম মিয়া ও ইয়াসিন মিয়া মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
এদিকে দুর্ঘটনার নিহত ইব্রাহিমের লাশ সড়কে ফেলে রেখে দুই ঘন্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এতে করে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই ঘন্টা পর রাত ১০টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত দুই জনের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩