রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রায়পুরায় বিভাটেক চালক হত্যায় গ্রেপ্তার ৪

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় বিজয় মিয়া (২৬) নামে এক বিভাটেক চালককে হত্যার ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার রায়পুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন।

গ্রেপ্তাররা হলেন- রায়পুরা উপজেলার বলবপুর এলাকার ধন মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩১), বীরগাঁও পূর্বপাড়ার মোসলেম মিয়ার ছেলে কাউছার (২৮), মো. সোলাইমানের ছেলে আলাল মিয়া (৩৫), বীরগাঁও কান্দাপাড়ার মো. আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন জানান, গত শনিবার বিকেলে বিজয় বাসাইলের বাসা হতে বিভাটেক চালানোর জন্য বের হয়। এরপর থেকে তিনি বিভাটেকসহ নিখোঁজ ছিলেন। পরে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে রায়পুরার মাহমুদনগর এলাকায় রায়পুরা টু নরসিংদীগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে কলা-বাগানের ভেতর বিজয় মিয়াকে গলায় লাইলনের রশি পেচিয়ে হত্যা করে সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে রাখা অবস্থায় পাওয়া যায়।

পরে এ ঘটনায় নিহতের মা মিনারা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় গোয়েন্দা পুলিশ ছায়া তদন্তে নামে।

পরে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত রুবেল মিয়াকে মরজাল এলাকা হতে আর কাউছার ও আলাল মিয়াকে নীলক্ষা হতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের দেখানো মতে রুবেল ও আলাল মিয়ার আপন খালা রুবিয়া বেগমের বাড়ি থেকে বিজয় মিয়ার ছিনতাইকৃত বিভাটেকের বডি একটি, চারটি ব্যাটারি, চারটি চাকা ও বিভাটেকের বিভিন্ন অংশ এবং বিজয় মিয়ার ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩