শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাম কমেছে কাঁচামরিচের, বেড়েছে পেঁয়াজের

news-image

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। তবে দাম কমেছে দেশি কাঁচামরিচের।

এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৪ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২৪ টাকায় এবং দুই দিনের ব্যবধানে ৩৫ টাকা কমে দেশি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। সব নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে অনেকটাই বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ভারত থেকে পেঁয়াজের আমদানি কম হওয়ার ফলে বেড়েছে দাম এবং দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির ফলে কমেছে দাম- বলছেন ব্যবসায়ীরা।

শুক্রবার হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল কাহের বলেন, হিলি বাজারে দেশি পেঁয়াজ নেই বললেই চলে। যার জন্য ব্যবসায়ীরা ইচ্ছামতো পেঁয়াজের দাম রাখছেন। আমরা সাধারণ মানুষ সেই বেশি দামেই কিনছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান পরিচালনা করা হয় না। যদি নিয়মিত অভিযান পরিচালনা করা হতো তাহলে দাম এত উঠানামা করত না।

তিনি আরও বলেন, দুদিন আগে কাঁচামরিচ কেজিপ্রতি কিনেছিলাম ৬০ থেকে ৬৫ টাকা দরে। এখন অনেকটাই দাম কমেছে। তবে অন্যসব পণ্যের দাম বেশি। চাল, ময়দা, চিনি, মসলাজাতীয় পণ্যের দাম কমছেই না। আমরা সাধারণ মানুষ অনেক বিপাকে রয়েছি।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে দুই দিনের ব্যবধানে কমেছে দাম। আমরা জয়পুরহাট, নওগাঁ থেকে এসব কাঁচামরিচ এনে বিক্রি করি। এখন দাম কমেছে যার জন্য কম দামে বিক্রি করছি। আগের থেকে বিক্রি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, কয়েক দিন বৃষ্টির কারণে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গেছে। যার ফলে দেশের বাজারে চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমরা আমদানিকারকদের থেকে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কমেছ।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩