মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইভিএম কেনার সিদ্ধান্ত হতে পারে সোমবার

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্পের বিষয়টি তোলা হয়। ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি স্থগিত করেছে ইসি। এ বিষয়ে আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বর্তমান কমিশনের ৭ম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের ব্রিফ করেন।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশনের ৭ম কমিশন সভা বসেছে। তাদের সম্মুখে নির্বাচনী ব্যবস্থায় তথ্য-প্রযুক্তি প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইভিএমের ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পটি আলোচনা হয়। তারা (কমিশন) দীর্ঘক্ষণ ধরে পর্যালোচনা-আলোচনা করেছেন। সভায় অনেকগুলো বিষয় তারা দেখেছেন এবং নির্দেশনা দিয়েছেন। সেগুলোর বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে। আজকের সভাটি কমিশন স্থগিত করেছে। আগামী সপ্তাহে যে সভা হবে, সেই সভায় তারা সিদ্ধান্ত নেবেন।’

ইসি সচিব বলেন, ‘আজকে মূলত প্রতিটি ইভিএমের দর কত হতে পারে, বাজার দর যাচাইয়ের একটি কমিটি করা হয়েছিল- ওই কমিটি দর যাচাই করবেন, পরে পরবর্তী সভাতে এটি তুলে ধরবেন এবং কমিশন পর্যালোচনা করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

ইভিএমের বাজার দর যাচাইয়ে কবে কমিটি করা হয়েছে? জানতে চাইলে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘বাজার দর যাচাইয়ের কমিটি আগেই করা হয়েছে। তারা এখনো (যাচাই) শেষ করতে পারে নাই। এ কারণে আজকে সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তারা আরও পর্যালোচনা করবেন। আগামী সপ্তাহে আমরা আশা করছি সোমবারের দিকে সভা বসবে। তখন কমিশন সিদ্ধান্ত নেবে।’

 

এ জাতীয় আরও খবর

নেমে স্বজনদের জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন ২৩ নাবিক

চীন সফরে যাচ্ছেন পুতিন

বনানীর আগে বাস থামানো-যাত্রী তুললেই মামলা

শ্রম আইন সংশোধনে কিছু সিদ্ধান্ত হবে নীতি-নির্ধারণী পর্যায়ে : আইনমন্ত্রী

গৃহকর্মী হত্যায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

ভারতের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ধানের ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে

বিএনপি ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে : হাছান মাহমুদ

উপজেলা নির্বাচন : প্রার্থিতা প্রত্যাহার করছেন বিএনপির নেতারা

মেট্রোরেল শুক্রবারেও চালানোর প্রস্তুতি

জলবায়ু তহবিল বাংলাদেশের ওপর ঋণের বোঝা চাপাচ্ছে : টিআইবি

স্যাংশন-ভিসানীতির কেয়ার করে না সরকার : কাদের