শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ. কোরিয়ায় মার্স ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৩

news-image

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়ালো। এদিকে কর্তৃপক্ষ এ ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারায় জনমনে ভীতি বাড়ছে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের সমালোচনা করেছে। দক্ষিণ কোরিয়া এ ভয়াবহ সংকট অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে গত সপ্তাহ গোড়ার দিকের কর্তৃপক্ষের এমন দাবি সত্ত্বেও বৃহস্পতিবার নতুন করে এ ভাইরাসে আরো তিনজন মারা গেল। সৌদি আরবের বাইরে দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ আকারে এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সেখানে আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে বর্তমানে ১৬৫ জনে দাঁড়িয়েছে। এসব রোগীর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠায় ২৪ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আক্রান্ত রোগীর মধ্যে বর্তমানে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে যেকোনো সময় মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বুধবার জানায়, দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা একটি 'সতর্কবার্তা' এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে এ ভাইরাসের ব্যাপারে সচেতনতার ঘাটতি রয়েছে।

দক্ষিণ কোরিয়ায় নতুন করে মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মঙ্গলবার পর্যন্ত অনেক কমে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় এ ভাইরাসের প্রভাব ক্রমে কমে আসছে বলে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছিল। তবে বুধবার নতুন করে এ ভাইরাসে আটজন আক্রান্ত হওয়ায় তা মিলিয়ে যায়। স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, ৩৫ শতাংশ রোগী কোনো না কোনোভাবে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল। অপরদিকে রোগীদের ১৮ শতাংশ বিভিন্ন হাসপাতাল থেকে আক্রান্ত হয়।

এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বর্তমানে ৬ হাজার ৭ শ জনেরও বেশি লোককে আলাদা করে রাখা হয়েছে। এ ছাড়া আলাদা করে রাখা থেকে অপর প্রায় ৪ হাজার ৫ শ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।  

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩

ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন

দেড় বছর পর শনিবার বিদ্যালয়ে ক্লাস, মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা

২৪ ঘণ্টাতেও উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত দুই ট্রেন

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত

আরও ২ দিন গরম থাকতে পারে

পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার