শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবাদ করলেন মাহি, চাইলেন বিচার

news-image

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি-রোশান জুটির ‘আশীর্বাদ’ সিনেমাটি। ছবির প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে রোশান-মাহির দ্বন্দ্ব এখন সবারই জানা। প্রযোজক-তারকার পাল্টাপাল্টি অভিযোগ নিয়মিত দেখা যাচ্ছে সংবাদের পাতায়। এবার এ নিয়ে শিল্পী সমিতির কাছে প্রযোজক জেনিফারের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও প্রতিবাদলিপি জমা দিলেন নায়িকা মাহিয়া মাহি।

মাহির মতে, জেনিফারের মন্তব্য সাধারণ মানুষের কাছে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়ে জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থার জন্য তাই চিঠি দিয়েছেন মাহি।

শিল্পী সমিতি বরাবর চিঠি দিয়ে মাহি লিখেছেন, জেনিফার ফেরদৌস আমার বিরুদ্ধে মিথ্যা ও বাজে মন্তব্য করে যাচ্ছেন। সেইসব মন্তব্য ইউটিউব ও ফেসবুকে ভাইরাল হচ্ছে। পাশাপাশি মামলার হুমকি দিচ্ছে। জেনিফার ফেরদৌসের এইসব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক মন্তব্যে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে। সাধারণ মানুষের মনে শিল্পীদের নিয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে।

সকল শিল্পীদের ইমেজ অক্ষুণ্ণ রাখার দাবী জানিয়ে জেনিফার ফেরদৌসের এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ‘অগ্নী’ খ্যাত নায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার (২৩ আগস্ট) শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই চিঠি দেন মাহি। সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, মাহির চিঠির পেয়েছি। সে বাংলাদেশের একজন সুপিরিচিত নায়িকা। শিল্পী হিসেবে বলবো তার সঙ্গে যা হচ্ছে তা কাম্য নয়। শিল্পী সমিতি সবসময় শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। মাহির চিঠি সমিতি গ্রহণ করেছে। দ্রুত ব্যবস্থা নেয়া এবং শিল্পী সমিতি অবশ্যই মাহির সঙ্গে আছে।

মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আশীর্বাদ’ সিনেমা মুক্তি উপলক্ষে কদিন আগে এক সংবাদ সম্মেলন করেন জেনিফার ফেরদৌস। সেখানে তিনি শুধু মাহি নন, রোশানকে নিয়েও হেয় মন্তব্য করেন। পাল্টা সংবাদ সম্মেলন ডেকে মাহি অভিযোগ করেন, ‘সিনেমার জন্য ৬০লাখ টাকা পেলেও জেনিফার এই টাকা পুরোপুরি খরচ করেননি। এমনকি শুটিংয়ের বেশীরভাগ সদস্যের পারিশ্রমিক দেননি জেনিফার।’

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩