বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় একই রাতে ৬ বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি

news-image

বিশেষ প্রতিনিধি : বুধবার ভোর রাতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক ও বালিয়াহুড়া গ্রামের ৬ বাড়িতে একই রাতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল বায়েক গ্রামের শফিকুল ইসলাম, আবুল খায়ের ও আবদুল হাকিম এবং বালিয়াহুড়া গ্রামের মোখলেছ মিয়া, সেলিম মিয়া ও আবদুল মালেকের বাড়ির লোহার কলাপসিবল গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ির লোকজনকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে রশি দিয়ে বেঁধে প্রায় ঘন্টা ব্যাপী ডাকাত দল লোটপাট চালায়। এ সময় ডাকাত দল নগদ ৪ লক্ষাধিক টাকা, ১৮ ভরি স্বর্ণলংকার, ১টি পালসার হোন্ডা ও ৫টি দামী মোবাইল সেট লুট করে নিয়ে যায়। গ্রামবাসী বায়েকগ্রামের সবুজ মিয়ার বাড়ি থেকে ডাকাত সন্দেহে দু’জনকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসে। পরে ডাকাত দল বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন জেগে উঠলে ডাকাত দল পালিয়ে যায়। এ বিষয়ে অফিসার ইনচার্জ কসবা থানা মো. গোলাম মোর্শেদ সাংবাদিকদের জানান, বায়েক এলাকা থেকে ডাকাতির ঘটনার কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


 

 

এ জাতীয় আরও খবর